7 December- 2023, 8:23 pm ।। ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নির্বাচনে কোথাও কোনো অনিয়ম হবে না— সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, জাতীয় নির্বাচনে কোথাও কোনো অনিয়ম হবে না—এমন নিশ্চয়তা দেওয়ার সুযোগ তাঁর নেই। তবে অনিয়ম হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আজ মঙ্গলবার নির্বাচন প্রশিক্ষণ ভবনে এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে সুষ্ঠু জাতীয় নির্বাচন নিয়ে অনেকে সংশয় প্রকাশ করছেন। এ বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, ‘আমরা অস্বস্তিতে নেই। আমরা মনে করি না যে নির্বাচন, জাতীয় নির্বাচনে এ রকম অসুবিধা হবে। তবে পাবলিক নির্বাচন, বড় বড় নির্বাচনে কোথাও কোনো অনিয়ম হবে না—এই নিশ্চয়তা দেওয়ার সুযোগ আমার নাই।’

সিইসি বলেন, তাঁরা হয়তো অনিয়মগুলো নিয়ন্ত্রণ করবেন। তদন্ত করে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন সম্প্রতি বলেন, ইসির ওপর জাতির আস্থা নেই। এর প্রতিক্রিয়া জানতে চাইলে সিইসি বলেন, ‘ড. কামাল কীভাবে দেখেন, জাতির কী পরিসংখ্যান তাঁর কাছে আছে, তা তো আমি জানি না। একটা কথা বলতে হলে জাতির পরিসংখ্যান নিতে হবে, তার কাছে জাতি বলেছে কি না। ভোট নিয়ে বা কোনোভাবে ড. কামাল সাহেবকে বলেছে কি না যে আমরা জাতি, আস্থা রাখি না। এ রকম কথা তো আমি শুনি নাই।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নূরুল হুদা বলেন, পাঁচ সিটি করপোরেশনের নির্বাচনে কোথাও কোথাও অনিয়ম হয়েছে। এ ধরনের নির্বাচনে এ রকম অনিয়ম কিছু কিছু হয়েই থাকে। যেখানে বেশি অনিয়ম হয়েছে, সেখানে ইসি ব্যবস্থা নিয়েছে। বরিশালে বেশি অনিয়ম হয়েছে, সেখানে ইসি বেশি ব্যবস্থা নিয়েছে। অনেকগুলো ভোটকেন্দ্র স্থগিত আছে।

সিইসি বলেন, শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে জাতীয় নির্বাচনের পরিবেশের কোনো সম্পর্ক নেই। এটা নিয়ে ইসির উদ্বেগেরও কিছু নেই। নির্বাচনী পরিবেশ আছে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। ইতিমধ্যে ভোটার তালিকা হয়েছে, সীমানা নির্ধারণ হয়েছে, ভোটকেন্দ্র নির্ধারণের কাজ চলছে।

Share Button



More News Of This Category


Recent Posts